তুমি আমার বিশাল জলের সমুদ্র নও,
নও যে নদী, হাওর-বাওর, জলের প্রপাত;
ইচ্ছে হলেই দেখার ইচ্ছা, ছোঁয়ার ইচ্ছা,
চির কালের জন্য দিতে পারি যে বাদ।


তুমি আমার মরুর পথে তৃষ্ণা-কালের  
কাঁচের গ্লাসে সাজিয়ে রাখা সুস্বাদু জল।
তোমাকে তাই আকণ্ঠ পান করতে হবে;
তাইতো, আমি করছি নিয়োগ সমস্ত বল।


০২/০৬/২০১৮
মিরপুর, ঢাকা।