বিষণ্ণতার অন্ধকারে জাগছে দীর্ঘশ্বাস!
যদিও আজ নিপুণশিল্পীর উন্নয়নের ছবি
বিশ্বমাঝে প্রাণে প্রাণে বিপুল পূর্বাভাস;
দেখে দেখে আমিও যে হয়ে যাচ্ছি কবি।
কামুকী-বায় আকাশ-পাতাল করছে একাকার,
প্রবল ঝড়ের ঢেউয়ের তোড়ে ভাঙছে নদীর কূল;
দেশজুড়ে আজ আরেকটি ঝড় 'তুফান-অহঙ্কার',
মা ও মেয়ের লজ্জা দেখে হচ্ছি রে ব্যাকুল।


বুঝতে এখন পারছো তুমি, ধর্ষক দুরাচার!
ঘোর কলিকাল ছাগল চাটে হিংস্র বাঘের গাল।
দলের ছায়ায় দুর্জনেরা পায় না যেন ছাড়,
'তুফান' যদি নৌকা চালায় ছিঁড়বে যে তার পাল।
পরানমাঝি! শক্ত হাতে  বৈঠা এবার ধরো,
আগুনমুখো গাঙ পারাতে সত্য করো জড়ো।


৪/০৭/২০১৭
মিরপুর, ঢাকা।