এ জগতের দুঃখের মাঝে
তুই কি আমার বন্ধু হবি?
দেশে দেশে ঘুরি আমি
তুই যে আমার মনের কবি।


বসন্ত যায় রঙ বাহানায়
আমার এ মন তোকে যে চায়
দুঃখমাখা সুর তুলে গায়
তুইতো সুখের ছায়াছবি।


আকাশ পাড়ে নীলের ভেলা
বনে বনে পাখির মেলা
নদীর জলে ঢেউ উতলা
দুপাড় ভাঙ্গে এ তার খেলা।


চাঁদ সূরুজের হাসাহাসি
তাদের ভালোবাসাবাসি
রাশিরাশি সুখের হাসি
রাতে চন্দ্র, দিনে রবি।


১৬/০২/২০২১
মিরপুর, ঢাকা।


(গীতিকবিতা)
ছন্দ- স্বরবৃত্ত