তুমি আছো বলে পৃথিবীর মাঝে এখনো বাঁচার আশা,
তুমি আছো বলে রাত্রিতে ফোটে জোনাকির ভালোবাসা।
তুমি আছো বলে দূর আকাশেতে এখনো তারারা জ্বলে,
তুমি আছো বলে প্রাণের ভেতরে স্মৃতিকথা উঠে দোলে।
তুমি আছো বলে স্নিগ্ধতা নিয়ে হিমেল বাতাস বহে,
তুমি আছো বলে বনে বনে আজো পাখিরাও গান গাহে।
তুমি আছো বলে গগনের ছাদে চাঁদ উঠে হেসে হেসে,
তুমি আছো বলে শান্ত নদীতে ঢেউ চলে নেচে নেচে।
তুমি আছো বলে পূব দিগন্তে প্রভাতে সূর্য ওঠে,
তুমি আছো বলে শত সুন্দর ধরে রাখি করপুটে।
তুমি আছো বলে সাগরের জলে নদীরা মোহনা খোঁজে,
তুমি আছো বলে এই সংসারে বেঁচে আছি চোখ বুঁজে।
তুমি আছো বলে মৌমাছি দলবেঁধে ফুলে ফুলে যায়,
তুমি আছো বলে বেঁচে আছি আজো নতুন প্রত্যাশায়।
তুমি আছো বলে ভালোবাসা এসে পৃথিবীকে ঘিরে রাখে,
তুমি আছো বলো রং-তুলি দিয়ে শিল্পীরা ছবি আঁকে।
তুমি আছো বলে বৃষ্টির জলে ভিজে যেতে ভালো লাগে,
তুমি আছো বলে পথের শিশুকে ভালোবাসি অনুরাগে।
তুমি আছো বলে স্বপ্ন-ছায়ায় এঁকে যাই ছায়াছবি,
তুমি আছো বলে পৃথিবীর বুকে জন্মেছে শত কবি।
তুমি আছো বলে মৌনতা গলে কথার বাজার বসে,
তুমি আছো বলে নিঃস্বজনেরা হেসে ওঠে রঙ্গরসে।
তুমি আছো বলে পৃথিবীটা আজো মধুময় ঠিকঠাক,
তুমি আছো বলে তুলে দেই প্রেম, এই হৃদয় বেবাক।
তোমার হৃদয়ে মিলে গিয়ে আমি শাশ্বত হয়ে যাই,
তোমার ভেতরে আমার আমিকে প্রত্যহ খুঁজে পাই।
তোমার প্রভায় চিরসুন্দর পৃথিবীর চারিপাশ,
তোমার হৃদয়ে নিয়ত জন্মে কচি মোলায়েম ঘাস।
তোমার ভেতরে হয়েছি বিলীন, জাগ্রত হই ফের,
তোমার জন্য নাশ করে দেই আমার আমিত্বের।


১১/০১/২০২১
মিরপুর, ঢাকা।