তুমি ছিলে এক নিষিদ্ধ ফল- সুস্বাদু আর লক্ষণীয়,
সব বন্ধন ভেঙেচুরে দেই তোমার জন্যে; হে মোর প্রিয়!
সৌন্দর্যের রাতের আকাশ, সে তোমার নীল চোখের আলো,
এক চুমুকের দৃষ্টি হেনেই অবুঝ মনের ঘুচাও কালো।
নীরব দুপুর, স্মৃতির সন্ধ্যা, চুরি-চুম্বন পোড়ায় আজও,
স্মৃতির সে সব রঙিন রুমাল পরিপাটি আছে, ভাঙেনি ভাজও।
খরচাবিহীন পাওয়া ভালোবাসা এখনও যে তা' অমূল্য ধন,
স্মৃতির কোটরে শিস দিয়ে যায়, অবসরে হয় ফুল্ল এ মন।


১০/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।