তুমি যদি হও প্রেমের সোহাগা
   আমার এ মন হবে কাচাসোনা
      তোমার ছোঁয়ায় পুড়ে-গলে হবে
          ধরাতে নিপুণ অলঙ্কার।


এখন আমার আর কিছু নেই
   ক্যানভাস জুড়ে স্মৃতির আকর
      তোমার হৃদয় মস্ত আকাশ
          নীলের সাগর চমৎকার!


সেই অভিমান রক্ত ঝরায়
   ভিজিয়ে দেয় সে শ্যামলিমা মাটি
      ব্যথার বকুলে মালা গাঁথি আজো
          তোমার স্মরণে হাজারবার।


তোমার দৃষ্টি ঝরায় বৃষ্টি
   মমতাময়ীর স্মরণরেখায়
      শীর্ণ আঙুল কলম চালায়
          কাব্য লিখতে বারংবার।


১৩/১২/২০১৭
মিরপুর, ঢাকা।