করোনা যুদ্ধে বীরসৈনিক যারা-
ডাক্তার-নার্স ও পুলিশের লোক
কর্মরত সাংবাদিক ব্যাংকারেরা;
তাঁদের মৃত‌্যু বাড়িয়ে দিচ্ছে শোক।


সময়ের মহাপ্রাণ সৎ কাণ্ডারি!
প্রণামযোগ্য আজ ধরণীতে তাঁরা;
জানি, চলে যাবে করোনার মহামারি,
আমাদের বুকে রবে ব্যথা-স্মৃতিধারা।


নয়া সূর্যদিনের প্রতিক্ষা করে,
কেহ কেহ লিখে যায় মানবিক কথা;
বন্দীদশায় কতোজন থেকে ঘরে
সৃষ্টি করছে সাহিত‌্য-তরুলতা।


কালির আঁধার নামে পৃথিবীতে আজ,
চারিদিকে মহামারি মনে জাগে ভয়;  
বিকশিত হলে মানবিক কারুকাজ
কঠিন যুদ্ধে হবো জয়ী নিশ্চয়।


১০/০৫/২০২০
মিরপুর, ঢাকা।