পরিচিত এ শহর ভূতের নগরী,
গাড়ি নেই, জন নেই, নেই যানজট;
আমাদের মনে ভয় আনে মহামারী,
মরণের ভয়ে আজ করি ছটফট।


সন্ধ্যার পরে নামে রাতের তিমির,
লোকজন সক্কলে ছুটে নিজ ঘরে;
বুকে যেন বিঁধে রয় বিষমাখা তীর
হাহাকারে দেহ কাঁপে, ভয় অন্তরে।


ডাক্তার করে যায় মরণের ভয়
ভুলে গিয়ে কর্মের দায়িত্ব তার।
কসাইয়ের মতো তারা বড় নির্দয়
অথচ, তাদের বলে, গণ-অবতার!


আজকে করোনা যেন অভিসম্পাত,
সংবাদ পেলে কেউ করে নাকো দয়া;
ভালোবাসা প্রেম দিয়ে বাড়ায় না হাত,
আত্মীয় পরিজনে ভাবে যে অপয়া।


১৪/০৫/২০২০
মিরপুর, ঢাকা।