তোমার শোকে কাঁদছে এ দেশ বঙ্গবন্ধু শেখ মুজিব,
অন্ধকারে আলোর মশাল তুমি ছিলে শ্বেত-সজিব।
আদর্শবান সেরা মানুষ জন্ম তোমার এ বাংলায়,
দেশের মুক্তি এনে দিলে শুদ্ধ মনের তপস্যায়।
তোমার তেজে মানুষ জাগে, জাগবে আরো কতোই প্রাণ,
শক্তি দিয়ে, শৌর্য দিয়ে রাখবে তারা দেশের মান।
শিখিয়েছো মায়ের তরে তুচ্ছ করা সকল ভয়,
তোমার চেতন আলোকধারা, আমরা হাঁটি, হে দুর্জয়!
উজ্জ্বল-প্রাণ সূর্য তুমি  আলোক ছড়াও বিশ্বময়,
দীপ্ত প্রাণের শক্তিধারা প্রাণে প্রাণে লহর রয়।
সূর্য-রূপী জীবন তোমার রাঙিয়ে গেলে দিগ্বিদিক,
তোমার নামে বাঙালিরা গাইছে আজও মাঙ্গলিক।
দেশ প্রেমিকের মনে আজো তোমার জন্য দুঃখ-শোক,
তোমার গুণের স্তুতি-কথায় অশ্রুজলে ভাসে চোখ।
রক্ত-রঙে রাঙিয়ে গেলে ভালোবাসার শ্যামল দেশ,
তোমার নামেই বিশ্বে ছড়ায় বাংলাদেশের রূপ অশেষ।


শোকাবহ আগস্ট, ২০১৮
মিরপুর, ঢাকা।