তুমি কথা দিয়েছিলে-
অনিন্দ্য সুন্দরতায় কর্মশেষে ফিরে যাবে নিজে;
তা' 'কথার কথা' বলে, সেই কথা ফিরায়ওনা আজ।
ক্ষুন্নিবারণের জন্য সোনালী ফসলে ভরা এ শ্যামল মাঠ,
দিগন্ত বিস্তৃত ওই সবুজ বনানী,
সুবাসিত মৃদুমন্দ শীতল বাতাস- জীবনের প্রাণ-
তোমার বেঁচে থাকার আয়োজন- অম্লজান,
কুলুকুলু স্বরে প্রবাহিত জলের সুন্দর স্বচ্ছ নদী,
এই পাহাড়-সাগর, নীল ধোয়ানো আকাশ,
অনিন্দ্যসুন্দর চন্দ্র-তারা-সূর্য আর ঝর্ণাধারা,
নবনীত বালিকার মতো মুগ্ধকর অবদ্ধ প্রকৃতি;
এ সকল কিছু একমাত্র তোমার জন্য।
তবে, কোন সে কারণে তোমার অস্থির মনে
অনন্ত অতৃপ্তি জাগে!


তোমার সুন্দর অবয়ব- হস্তপদাদি, আকৃতি;
কিছুই তোমার নয়।
তবু কেনো, তোমার মনেতে অহঙ্কার জাগে
প্রকাশ্যে, গোপনে, কর্মে, আচরণে?
যেভাবে সকলে চলে গেছে অজানার দেশে
সম্বল, সম্পদহীন, নিতান্তই একা;
নিশ্চিত তুমিও চলে যাবে সেই ভাবে, সেই দেশে;
ফেরাতে পারবে না কেউ সেই গতিপথ থেকে।
নিজেকে ফেরাও তুমি, কথা রাখো আজ,
কর্মের নৈপুণ্যে দেখাও কথার কারুকাজ।


১০/০৯/২০১৮
মিরপুর, ঢাকা।