সবুজের ঢেউ জাগে পাহাড়ের দেশে,
প্রকৃতির মনোরম উচ্ছ্বল জীবন;
ঝরণার স্বচ্ছ জল, পাখির কাকলি,
পরিপূর্ণ নিসর্গের কুসুম যৌবন।
বনপথে হেঁটে যায় পাহাড়িয়া মেয়ে,
অঙ্গময় বনফুল সেজেছে অপার;
চুম্বকের মতো টানে অরূপ সঙ্গীতে,
বিরহী-অন্তরে যেনো আশার সঞ্চার।


সহসা উদয় হয় আকাশের চাঁদ,
পাতায় পাতায় ঝরে জ্যোৎস্নার রূপ;
দূর পথে বাঁশি বাজে সঙ্গীতের সুধা,
হৃদয় স্পন্দন যতো হয়ে যায় চুপ।
বিদায়ের ঘণ্টা বাজে মনে হাহাকার,
মানুষের এ জীবন শুধু নিরাশার।


০২/০৮/২০১৯
মিরপুর, ঢাকা।