মমতার হাত  দিয়েছিলে তুমি
পতনোন্মুখ এক যুবকের দিকে,
আলোর রোশনাই উদ্ভাসিত হয়ে
জীবনের অন্ধকার হয়ে যায় ফিকে।


আলো ঝলমল চারিদিকে আজ
সুবাসিত ফুলের রেণু ভাসে ওই,
এমন শুভ দিনে বিমল বন্ধু তুমি-
মিছে অভিমান করে লুকালে কই?


শুঁকে দেখো তুমি সেই হাতখানি-
তোমার শরীরের গন্ধ লুকিয়ে রয়,
নিরজন নিরিবিলি অন্ধকার রাতে
একা একা তোমার সাথে কথা কয়।


সত্য ও সুন্দর যতোটুকু আছে
সেতো সকলই তোমারই দান,
অধম যুবক ভীষণ বিমূঢ় আজ
কিভাবে দিবে তার প্রতিদান?