ভাবিস না মন, আর ভাবিস না।
একবার জীবন চইল্যা গেলে
       আরতো ফিরা পাইবা না।


রঙ্গরসে ভঙ্গ দিয়া
যা'রে ও মন নৌকা বাইয়া
রঙিলা বাদাম উড়াইয়া
       ধরো তোমার হালখানা।


যৌবন যে তোর কচু পাতায় একটুখানি পানি
টলমল টলমল করে কখন পড়ে জানি।


কবীর বলে ওরে ও মন
থাকতে যৌবন করো সাধন
হয় যদি তোর অকাল মরণ
       ভবে ফিইরা আইবি না।


১০/০১/২০২২
মিরপুর, ঢাকা।