'ভালো নেই'- এই কথা বলে
সে নীরবে গেলো চলে, বহুদূরে;
শীতের গহীনকন্দরে- উত্তরের দেশে,
বিরহব্যাথায় জরাজীর্ণ মলিনতর বেশে।      
'ভালো নেই'- শব্দদ্বয় তোলপাড় করে উঠে
মগজের নিউরনে, বেজে যায় ঝনঝন
সারাক্ষণ।
তা'হলে কি, এটা ট্রয়-যুদ্ধ?
বিজয়ের পরিণতি!
আতিপাতি খুঁজি অভিজ্ঞতার কোলাহলে।  
আগামেমনন হারিয়ে গেলে,
ক্লাইমেনেস্ত্রা ভালো থাকে না।
হিংস্র হয়ে ওঠে,
জীবনকে তুলে আনে রক্তিম লোহিত করপুটে।
তখনই,
উঠে ঝনঝনানি শাণিত অস্ত্রে,
গেয়ে ওঠে গান- জীবনের অশান্ত শ্লোগান-
'তুমি নারী,  নির্বোধ নও, ভাঙো বেড়ি,
করো প্রতিবাদ!
জীবন অবাধ'।        


১৮/০৮/২০১৮
মিরপুর, ঢাকা।