ভালোবাসা দিও তারে, যে দুখিনী কষ্ট করে
জন্ম দিয়েছে তোমায় এই পৃথিবীর মাঝে;
আর দিও প্রাণ খুলে পাওয়ার লাগিয়া যারে
জন্ম হয়েছে তোমার, এ মানুষের সমাজে।


ভ্রাতা-ভগ্নি প্রতিবেশী, যাদের পেলে হও খুশি,
যাদের দুঃখেতে কাঁদে প্রাণখানি অবসাদে;
ভালোবাসা দিও তাদের যতো পারো ততো বেশি,
কভুও তাদের সাথে না জড়াইও বিসম্বাদে।


যতোটা বিলাবে তুমি, ততোটা তুমিই পাবে
সুখ-তৃপ্তি সুধারাশি অনন্তকালের পথে;
ভালোবাসা দিও তারে, অভিনয়হীনভাবে
যে তোমাকে ভালোবাসে মানুষের পৃথিবীতে।


০২/১২/২০১৯
মিরপুর, ঢাকা।