এ জীবনে যত ভালোবাসা করেছো সঞ্চয় তুমি
কাছের বা দূরের বন্ধুর প্রতি উৎসর্গ করে
দাও, অনন্য মানুষরূপে; জীবনের সমূদয়
অকৃত্রিম সঞ্চয়ন। অনুভব করো, ভালোবাসা
কখনো করে না বিনিময়-আশা দুঃসময়কালে।
ভালোবাসার বিশ্বস্ততা সূর্যের ন্যায় বড়ো হয়;
ইস্পাতের কঠিন দৃঢ়তা। মানুষের ভালোবাসা
স্বর্গোত্থিত অন্তরানুভবের স্পন্দিত কলরব।
ভালোবাসার বিশ্বাস যদি কখনোবা কাঁচ হয়ে
যায়; একবার ভেঙ্গে গেলে, ফিরে আসে না সে আর
আগের মতোন স্বচ্ছ, সাবলীল সৌন্দর্যের রূপে।
নিঃসন্দেহে, বিশ্বাসের উত্তম রক্ষক হতে হবে
দুনিয়ার সর্বকালের প্রদীপ্ত মানুষের মতো,
ব্যক্তিত্বসম্পন্ন, নির্ভরযোগ্য এবং বুদ্ধিমান।
যে কোন সম্পদ হারানোর চেয়ে বেশি কষ্টকর
অবহেলায় হারিয়ে ফেলা বিশ্বাসের ভালোবাসা।
ভালোবাসার বন্ধুরা কাঁচকাটা হীরের মতোন
অসম্ভব দামী। এই পৃথিবীর কণ্টকারণ্যের
অন্ধকারে, তারা জ্বলজ্বল জ্বলে স্বকীয় প্রভায়,
অনুদার কষ্টকে সৌন্দর্যে পরিনত করে যায়।


১০/০৪/২০২২
মিরপুর, ঢাকা।