প্রতিদিন অদ্ভুত নিয়ম করে এ হৃদয়ের কম্পিউটারে
তোমাকে কম্পোজ করি; চেতনার মাউসে-কীবোর্ডে
অহরহ চালাই আগ্রহের অঙুলি। তুমি কি জানো, প্রিয়তি,
আমার সাবলীল চৈতন্যের একখানা মাদারবোর্ড তুমি?
জীবনের র‌্যাম, প্রসেসর, গ্রাফিক্স কার্ড আর ল্যান কার্ড
তোমাতেই সন্নিবেশিত করি; ইনপুট-আউটপুট সকল ভাবনা
তোমার পরম সোহাগের অনুভূতি নিয়ে প্রবাহিত হয়।
ভালোবাসার আকুতির অনলাইন-ফরম পূরণ করে
ই-মেইলে পাঠাই তোমার কাছে, দুঃখবোধের যন্ত্রণাকে
স্ক্যানিং করে দেই তার সাথে। সুখময় কালার প্রিন্টারে
ছবি থেকে ছবি বানাই। প্রিন্টার-টোনার শূন্য হয়ে যায়;
অতঃপর, 'ক্ষমা করে দাও' বলে কালার ইঙ্ক রিফিল করি।
তবুও, তোমার ট্রাবলশুটিং প্রশমিত হয় না; যত সব
ভাইরাস এসে মুছে দেয় কামনার সকল স্বাপ্নিক ছবি।
উন্নতমানের এন্টিভাইরাস খুঁজে খুঁজে হয়রান হয়ে
আবার তোমার কাছে ফিরে আসি স্ট্রার্টআপ প্রোগ্রামে।
এই জীবনের সকল প্রোগ্রামিং শুধু তোমাকে ঘিরেই;
দয়া করে, বন্ধ করে দিও না ভালোবাসার পাওয়ার সাপ্লাই।


০৩/০৪/২০১৯
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।


(বিজ্ঞান কবিতা)