ভালোবাসা কারে কয়?
পৃথিবীতে যতো সুন্দর, আছে অনিন্দ্য মায়াময়,
কাঞ্চন মাখা সুরভী ছড়ানো যেখানে নিত্য জয়;
ভালোবাসা তারে কয়।
ভালোবাসা হলো, হিমালয় চূড়া আলোর বিচ্ছুরণে
ঝলসিয়ে যায় চোখের দৃষ্টি বিপুল আকর্ষণে।
অসহ্য ব্যথা, অজস্র সুখ একসাথে মিলেমিশে,
ভালোবাসা চলে নির্মল পথে হারিয়ে সকল দিশে।


ক্ষণিকের প্রেম যদি,
বিশ্বাস নিয়ে সম্মুখ পানে ছুটে চলে নিরবধি,
তখন সে প্রেম আনন্দ-সুধা, রোগহরা ঔষধি;
সে প্রেমের তরে গোপনে নীরবে কাঁদি।
স্মরণ কালের বরণ ডালায় সুখের ললিতরাশি,
উজ্জ্বলতর বিকশিত হলে; সবে বলে, 'ভালোবাসি'।
জগতের মাঝে অনাবিল প্রেম অনিন্দ্য সুন্দর!
ব্যথিতের বুকে সুখের পরশে কেঁপে উঠে থর থর।
সেখানে সুখের ধারা বহে যায় বহতা জগতময়,
শোন হে বন্ধু, ভালোবাসা তারে কয়।


৩১/১০/২০১৯
মিরপুর, ঢাকা।