মরমীয়া সোনালী হৃদয়!
আমার হৃদয় স্পর্শ করতে চায়
তোমার হৃদয়কে অবিরামভাবে।
বিস্ফোরণমুখী জীবনের ভালোবাসা
শক্তিশালী হয়ে সমন্বয় করতে চায়
চাওয়া-পাওয়া, দেওয়া-নেওয়ার জটিল জাবেদা।
তাই, ভালোবাসা পেতে সংগ্রাম করি,
ভালোবাসা পেতে করি যুদ্ধ!
ঘৃণা করি সব ভণ্ড-প্রতারক ছলের ছলনে যারা ক্রুদ্ধ।
পৃথিবীর বুকে হৃদয়কে আন্দোলিত করা
যন্ত্রণার ডালি বুক পেতে লই
বন্ধুভাবাপন্ন বিনয়ী সুন্দর হৃদয়ধারীদের;
বিনিময়ে তার চাই না পেতে কিছুই।
জীবনের সকল স্তরের ভুল থেকে চাই শিক্ষা,
স্বাভাবিক বিক্ষণের উপযোগী দীক্ষা।
কিংবদন্তী হওয়ার ইচ্ছে নেই,
ভালোবাসায় বেঁচে থাকতে চাই আজীবনকাল।


দু'মুখো মানুষ যারা
ক্ষমতার অপব্যবহার করে অনস্বীকার্যভাবে;
ভুল পথে চলে যায় মোহের প্রভাবে তারা।
তাদের বিরুদ্ধে সর্বদা সোচ্চার হতে
ভালোবাসার সাহসী যোদ্ধা হতে চাই।
তাই, অবিরাম হেঁটে যাই মানস সরোবরের পানে।
অনন্য অসাধারণ মানুষের সকল কবিতা-গানে
খুঁজি জীবনের সঠিক মর্মার্থ।
ভালোবাসার সংগ্রামী আমি
নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবেসে যেতে যাই
নিরন্তর আজীবনকাল।


১০/০৪/২০২২
মিরপুর, ঢাকা।