ভীষণ কষ্ট রুষ্ট মনে; পষ্ট বুঝতে পারি;
নষ্ট জীবন ভ্রষ্ট পথে দিচ্ছে সাগর পাড়ি।
রুক্ষ্ম পথে দুঃখ হতে মুক্তি পেতে চায় যে,
সত্যটাকে নিত্য ভেবে সূক্ষ্ম পথে ধায় সে।
চঞ্চল মন অঞ্চল চায় বন্ধুর প্রেম-ছায়া,
গ্যাঞ্জামহীন আঞ্জাম হোক পরস্পরে মায়া।
নাস্তি পথে মাস্তি করে শাস্তি কেহ চায় না,
রুদ্ধ ঘরে শুদ্ধভাবে সত্য পাওয়া যায় না।
মর্ত্যলোকে শর্তবিহীন হাসুক চন্দ্রালোক,
জানবে যারা, বলবে তারা; ওরাই ভদ্রলোক!
স্বার্থ-মোহ, অর্থকরী তুচ্ছ ভবপারে,
দ্ব্যর্থভাবে ব্যর্থ হলে কিচ্ছু থাকে না রে।
চরিত্র যার পবিত্র হয় ভদ্র মানুষ সে জন,
কর্ম-কথার মিল আছে যার, নয়তো সে দুর্জন।


০৮/১১/২০২২
মিরপুর ঢাকা।