ভাবখানা তার শুদ্ধাচারের
কথা কাজে তার মিল নেই,
বাণী তার ঠোঁটে খই হয়ে ফোটে
তাতে কোন তার দিল নেই।
কথা ঝাকানাকা চাতুরীতে পাকা
বিষ-ভরা তার অন্তর,
লেবাসে চলনে গড়নে বলনে
চলে শুধু যাদু-মন্তর।
দিনে সাধু ভাব বড়ো সদ্ভাব
চোখ-মুখ তার হাসি মাখা,
আড়ালে আঁধারে বনে ও বাদারে
ছলনায় সে বড়ই পাকা।
অন্তর তার সদা অবিকার
যতো মানবিক কাজকর্মে,
যদিও সে ভান করে অবিরাম
আছে ব্যাপৃত নিজ ধর্মে।


২৪/০৯/২০২০
মিরপুর, ঢাকা।