(আসর কবি প্রবীর চ্যাটার্জী(ভোরের পাখি)কে উৎসর্গিত এ কবিতা।)
------------------------------------------------------------


ভোরের পাখি উঠলো ডাকি প্রভাত বেলার ক্ষণে
তোরা সবাই দেখে যা রে অন্ধকার ওই বনে
আলোর জ্যোতির বিস্ময় ফোটে মরা গাছের ডালে
উঠলো সাড়া চারিদিকে প্রেম অনুরণনে
ঘুমের পাখি জাগলো আজি প্রভাত শুভক্ষণে।


আজ বুঝি তাই বান ডেকেছে নদীর কৃষ্ণ জলে
উর্মিরা সব উঠছে নেচে ভীষণ কৌতূহলে
সত্য এবং সুন্দরকে জড়িয়ে ধরে বুকে
কাব্য গাড়ির চপল চালক আসলো আসর তলে
তাই, বুঝি আজ বান ডেকেছে মেঘনা নদীর জলে।


আয় চঞ্চল ডাক দিয়ে যায় সত্য ও সুন্দরে
সূর্যকরের প্রদীপ জ্বেলে রুদ্ধ দ্বারের ঘরে
ভালোবাসার রঙ ছিটিয়ে হবে হোরি খেলা
ছড়িয়ে দিয়ে রামধনু রঙ চিত্তে পরস্পরে
আয়রে উড়ে ভোরের পাখি আলোময় সুন্দরে।


১৯/০৬/২০১৮
মিরপুর, ঢাকা।