তোমার চোখের নীল ছড়িয়ে পড়েছে চারিদিকে,
ছড়িয়ে পড়েছে দূরের আকাশে
ছড়িয়ে পড়েছে নীল সাগরের জলে,
ঘন পত্র পল্লবের বনানীর তলে ছড়িয়ে পড়েছে আজ,
দুঃখ হরনীয়া অলৌকিক জীবনের কারুকাজ।
তোমার কেশের কালো নিকষ রাত্রির আস্তরণ,
শিহরণ জাগানিয়া সুখের প্রলেপে
ঢেকে দেয় বিক্ষিপ্ত অশান্ত মন।
পরম সোহাগ ভরে হৃদয় কন্দরে;
আহা! এই রাত্রি যেন শেষ না হয় কখনো।
অন্ধকারে জেগে উঠে সুখের ঝিলিক,
তোমার নয়নে জ্বলে বিদ্যুৎশিখা,
শরীরের রন্ধ্রে বন্ধ্রে অলকানন্দার স্রোত বয়ে যায়।
তাতে স্নান করে যাই চির তৃপ্ততায়
ভূজঙ্গ বেষ্টিত সরোবর জলে।


০৯/১১/২০১৮
মিরপুর, ঢাকা।