কথায় কথায় বলি-
'একমাত্র আমিই তো ভাই শুদ্ধ পথে চলি।
আর সকলে ঝুট,
মহান আল্লাহ কবুল করবেন আমার করপুট'।
অহংবোধের পহেলা ধাপ এটি,
অশুদ্ধজন জানে না তো সেটি।


'আমিই সরল-সত্য মানুষ আর সকলে চোর
এবং অসৎ, অত্যাচারী, চতুর ও ঘুষখোর'!
এই ধারণা যাদের মনে আছে,
নিকৃষ্টজন জেনো সে জন সব মানুষের কাছে।
লোকে যারে ভালো বলে সে-ই ভালো হয়,
চিরসত্য এই কথাটি জানিও নিশ্চয়।


'আমি অনেক জ্ঞানী মানুষ, জানি জ্ঞানের কথা,
আর সকলের যা-ই বলে সবই বাতুলতা'।
যাদের মনে এই ধারণা বহে,
তারাই বরং বোকা মানুষ জ্ঞানীজনে কহে।
জগৎখ্যাত সকল জ্ঞানীজন,
জ্ঞানের চর্চা করে গেছেন তাঁরা আমরণ।


ভুল ধারণা মিথ্যার চেয়ে মন্দ,
সময় থাকতে করে দাও তা বন্ধ।
অহংকারের তিল পরিমাণ পাপ,
রোজ হাশরে হবে তোমার গভীর মনস্তাপ।
সরল সঠিক পথে চলো মন!
আনন্দ-সুখ-শান্তিদের হবে প্রস্রবণ।


০৮/১২/২০২২
মিরপুর ঢাকা।