'ভুল করেছি', 'ভুল হয়েছে' ভুলটা স্বাভাবিক,
ভুল স্বীকারে লজ্জাতো নেই জেনে রেখো ঠিক।
ভুল করে যে দম্ভ করে রয় দাঁড়িয়ে ভুলে,
সেইতো থাকে ভুলের দেশে আস্ত ভুলের মূলে।
করলে কর্ম, বললে কথা ভুলেই তো ভুল হয়,
ভুল স্বীকারে ভুল করো না জানিও নিশ্চয়।
ভুল যদি হয় বুঝতে পারো খুব বিনয়ের সাথে,
'ভুল হয়েছে, আর হবে না' বলবে যে জোড়হাতে।
তাতে তোমার কমবে না মান বাড়বে ক্ষাণিক বেশি,
ভুলকে সঠিক করতে গিয়ে খাটাইও না পেশি।
ভুলের থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে চললে,
ভুলের কথা হাস্যমূখে নিঃসঙ্কোচে বললে;
আমজনতার মনের মাঝে থাকবে না আর ভুল,
ভুলের মাঝেই উঠবে ফুটে গোলাপগন্ধী ফুল।
ভুল করাটা ভুলেও যে ভুল ভেবো না, ওরে!
ভুলকে গোপন করতে গেলে ভুল যাবে যে বেড়ে।


১৬/০৩/২০২১
মিরপুর, ঢাকা।