সব ভূমিহীন জোট বেঁধেছে, জোট!
বুকে নিয়ে চোট।
অনাবাদি অন্যের ক্ষেত করবে তারা চাষ,
ফলবে ফসল ভরবে গোলা
তাই বুঝি আজ করছে রে উল্লাস।
বাপের নষ্ট পোলার জমিন এখন হলো খাস,
ভূমিহীনদল করছে তাই উল্লাস,
তারা করছে রে উল্লাস।


যেনতেন নয়কো চাষা, ছিলো জমিদার,
তারা যে ছিলো জমিদার।
সব হারায়ে ভূমিহীন আজ করছে হাহাকার!
তারা করছে হাহাকার।
নিজের জমি নেইকো এখন,
পরের জমি করতে দেখন,
সকাল বিকাল দুপুর রাতে করছে রে হাঁসফাঁস।
ধান বুনিবে, পাট বুনিবে আর লাগাবে বাঁশ,
বুনবে ফসল পাইবে সুফল আশায় করে চাষ,
ভূমিহীন সব করছে তাই উল্লাস,
তারা করছে রে উল্লাস।


দল ছুট ঐ কৃষক যারা,
কালের স্রোতে নিঃস্ব তারা,
ছন্নছাড়া ভূমিহারা কৃষকেরা সৃষ্টি করে ত্রাস!
নিজের ছেলে ছুঁড়ে ফেলে
পরের ছেলে তুলে কোলে,
ভূমিহীন সব করছে উৎসব ঘুরিয়ে মুলিবাঁশ,
তারা করছে যে উল্লাস,
তারা ডাকছে সর্বনাশ!
তারা ডাকছে সর্বনাশ!!


২৬/১০/২০১৮
মিরপুর, ঢাকা।