আমি নিষ্পাপ শিশু
অত্যাচারীরা করেছে আমায় কলুষিত,
আমি কোমলমতি মানুষ
এই রুক্ষ শহর করেছে আমায় অনুভূতিহীন।
আমি দিনে দিনে মনে গড়ছি পাথর
অতি শক্ত তার আস্তরণ,
বিবেকহীন শিক্ষিতদের মাঝে
বেঁচে যাওয়া মানুষ আমি অতি সাধারণ।
আমি বুকে ধারণ করি নজরুল
তবু মুখে আমার নেই বুলি,
কথায় নেই যুক্তি কোনো
তাই আলাদা পথে চলি।
মনের সাথে যত দ্বন্দ্ব আমার
ভয়ে দুরুদুরু বুক,
আমি পারিনা খুলতে নোংরা এ সমাজে আমার
প্রতিবাদী এই মুখ।