আমার চোখের ভাষা বোঝে না যে নারী,
সে আমার না হোক।
আমার ক্লান্ত মস্তিষ্কে আরো পীড়া দেয় যে নারী,
সে আমার না হোক।
আমার আনন্দে কাটানো সময়ে তাকে শরীক করিনি
বলে সুখ পন্ড করে যে নারী,
সে আমার না হোক।
আমার উপার্জন করতে পারা না পারা নিয়ে
বেশি ভাবে যে নারী,
সে আমার না হোক।
আমার ভবিষ্যৎ ভালো-মন্দ আন্দাজ করে আমাকে
মিথ্যা ভালোবাসায় মাতাতে চায় যে নারী,
সে আমার না হোক।
না হোক সে আমার
আমি সেরকম কাওকে ছাড়াই কাটাতে পারি আমার এই ঠুনকো জীবন।
আমার মধ্যে ঢুকতে পারলো না যে নারী,
যে নারী পারলো না আমাকে আবিষ্কার করতে,
যে নারী পারলো না আমার অভিমান-রাগের তফাৎ বের করতে,
সে নারী আমার না হোক।
আমার আমিকে ভালোবাসতে পারবে যে,সেই নারী শুধুই আমার হোক।
আমি তাকে হারাতে চাই না।