মনে পড়ে একাত্তরের সেই করুণ দিন,
জাতির বুকে নেমেছিলো নির্মম দুর্দিন।
রাজাকার আর আলবদররা করেছিলো ষড়যন্ত্র
করবে জাতিকে মেধাশূণ্য এই তাদের চক্রান্ত।


১৪ ডিসেম্বর,
নেমে আসে সেই কালো রাত
আজো জাতি স্মরণ করে সেই অসহ্য আঘাত।
ঝাপিয়ে পড়ে মেধাবীদের উপর
পাকিস্তানি হানাদার,
প্রাণ দিয়েছে মুনির চৌধুরী,শহীদুল্লাহ কায়সার।
হারিয়ে জাতি প্রকৌশলী,ডাক্তার আর দার্শনিক;
কেঁদেছে লাখো পরিবার হারিয়ে শিক্ষাবিদ।


রক্ত দিয়েও হয়নিকো শোধ তাদের এই ঋণ,
শ্রদ্ধাভরে জাতি করবে স্মরণ
বুদ্ধিজীবী হারা এই দিন।
গভীর শ্রদ্ধায় করি স্মরণ,মনে প্রবল শোক;
অভিভাবক হারা শহীদ বুদ্ধিজীবী দিবস
আজীবন অমর হোক।।