May 11
একান্ত ভাবনা .................


বিশ্বের আনাচে কানাচে মা'দের ওল্ড হোম/সেফ হোম/.............. ভিন্ন নামে ভিন্নভাবে যারা মায়েদের শেষ বয়সের সম্বল হওয়ার দ্বায় মেটাচ্ছে, তারা সাপ্তাহিক/মাসিক/বাৎসরিক ছুটিতে মায়ের কাছে যাওয়ার সৌভাগ্য হয় না। কারণ তারা তাদের স্ত্রী-সন্তানের পেছনে এসব ছুটি ব্যয় করে। আর এ ধরনের সন্তানদের প্রয়োজন পরে বিশেষ দিনের, বিশেষ মুহুর্তের যেন বৎসরে একদিন হলেও মাকে দেখার সুযোগ হয়। যাতে নিজের অস্থিত্বকে উপলব্দি করা যায়। আমি কে, কিভাবে এ পৃথিবীতে পদার্পণ করেছি তা মনে রাখার জন্য। অবশ্য এর জন্য মায়েরাই দায়ী। তথাকথিত সমঅধিকারের নামে স্বাবলম্বী নারী হতে গিয়ে নিজের সন্তানকে বুকের দুধের পরিবর্তে কৌঠাজাত আবদ্ধ সাদা রঙয়ের তরল খাইয়েছেন। (মায়ের একফোটা দুধের দাম- ...../টাকা) তাই তাদেরকেও সন্তানেরা আয়তনে বড় কৌঠায় (কুঠুরীতে) পাঠায়। (......../টাকা পরিশোধ করে মাসে মাসে) আসুন এধরনের আত্মগাতি দিন, মুহুর্ত থেকে দূরে থাকি। মা তো মা-ই। প্রতিদিন, প্রতিটি মুহুর্তই মায়ের পাশে থাকি, মাকে স্মরণ করি। বিশেষ দিন, বিশেষ মুহুর্ত নয়। কারণ--------------------------
যে মা প্রতিনিয়ত আমাদের মনে রেখেছে যখন আমার তাঁর মাঝে অবস্থান করেছি। অসহ্য যন্ত্রণা সহ্য করেছেন। একবার ভেবে দেখুন আপনি একটা ইট পেটের মাঝে কাপড় দিয়ে বেঁধে কতক্ষণ স্বাভাবিক থাকতে পারেন কিংবা কতদিন চলতে পারেন কিন্তু আমাদের মা আমাদের জন্ম দিতে গিয়ে ১০ মাস ১০ দিন (কম-বেশি) গর্ভে আমাদের রেখেছেন। আজীবন মা দিবস পালন করলেও একদিনের গর্ভকালীন ঋনের শোধ করা যাবে না।
তাই মাকে নিয়ে একদিনের তামাশা বন্ধ করি।