মিটিমিটি অন্ধকার আলোয় নেশাগ্রস্থ কাম সন্নাসের চক্ষু খাদক
বাদ্যের ডুমা-ডুম তালে কোমরে গাঁথা দু:খ বন্ধনীর মোচরে মোচরে
এ সমাজ, এ সংসারের ব্যর্থতার খেলা নির্লজ্জতার জোয়ারে ভাসে
সৌন্দর্য্য পিয়াসু সন্নাস, উন্মাদ, সদ্য যৌবনা তরুণ মিছে মায়ায় হাসে
এ বাঁশি করুণ সুরে মনকে আচ্ছন্ন করে রাখে বিক্রিত রূপে মায়ায়
সুযোগ সন্ধানী কাকরানী ফায়দা লুটে বিকৃত মনের কুরুচির ছায়ায়
দলবদ্ধ, সংখ্যাগরিষ্ট, পাপিষ্ট সম্রাটেরা কলসিকার কাচে গিলে নেয়
আঁকাবাঁকা উঁচু-নিচু দেহের প্রতিটি লোমকূপের প্রাণসুধা কেড়ে নেয়
আবছা পর্দায় ঢাকা গুহাগহ্বরের বর্জ্যজল, বিষাক্ত অমৃত পানের স্বাধ
কখনোই তিক্ত হয়না, যেন শতজন্মের কাঙ্খিত এক ফোটা অমিয়া
নেশাগ্রস্থ চোখ এড়িয়ে যায় সে দেহের উপরিভাগ হতে নিংড়ে পড়া
কুলুষিত সমাজের কছে বন্দি, ক্ষুধার কাছে পরাজিত মূল্যহীন চোখের জল
এ সন্ধ্যা, এ নিশি তোমাদের বাইজিখানায় ব্যয়িত ধন-মন যে নিস্ফল
এ বাইজি আগত প্রভাতে তোমাদের-ই কাছে যে ঘৃণিত থুতু জল।
https://www.facebook.com/Kabita.01725