অল্প অল্প করে জন্মিয়াছে এ দেহ কুঠরে
মনের গহীনে একন্ত জগতে
বিন্দুমাত্রও ঠের পাইনি কভু
আমি হারিয়ে গিয়াছি তোমাতে।


কর্মতৎপরতার ফাঁকে সহানুভূতির বাকে
একটু একটু করে ধাবিত হইয়িাছি তোমাতে
আপনালয় ক্ষীণ থেকে ক্ষীণতর হইয়াছে
তুমিহীন জগত মূল্যহীন আমাতে।


পরখ করিয়াছি তোমার প্রাণোজ্জল হাসি
মুগ্ধ হইয়া অপলক দৃষ্টিতে বাঁধা পড়িয়াছি
তোমার মধুময় কথামাল ঝংকার তুলিয়াছে মনে
বুঝিতে পারি নাই, কখন প্রকৃতির গান উপেক্ষা করিয়াছি।


আমাতে আজ আর অবশিষ্ট কিছু নাহি বাকি
কাল হইয়াছে পথচলা তোমার আমার পাশাপাশি
বোবাপ্রেমের নিবিড় আলিঙ্গনে তোমাতে ভালবাসা
শতচেষ্টায়ও কুভ ব্যক্ত করিতে পারিনি, আমি তোমায় ভালবাসি।


আজও সেই আশা মনেতে পুষি
বলবে তুমি, ভালবাসি তোমায় ভালবাসি
দীর্ঘ পথচলায় কদমে কদমে সৃষ্ট আশা
একটু একটু করে বিলাবো তোমাতে ভালবাসা।