সর্বজনে মাত্রাহীন স্বল্প/প্রকট
বিসর্জনে রসভোগ অতিশয়
ধারণ কষ্টকর ততোধিক
মধ্যপন্থা সম্মানিত মহাশয়।


বারংবার আত্মসমর্পণে
পথহারা পথিকের সৃষ্টি
জীবন সমুদ্রে দু:খের ঢেউ
চোখের জলে অহরহ বৃষ্টি।


ঝড়ে আঘাপ্রাপ্ত
ছন্নছাড়া এলোকেশী বাউল
দু'তারার ঝনঝনানিতে
বেজে উঠে জীবনের ভুল।


খুজতে গিয়ে
সংসার কলে পাগল
ঘৃণার উদগিরণ যত্রতত্র
হয়না তবুও জীবনের নকল।


জপ করে বেড়ায় যে
দেহঘড়ির বিষময় এ মন্ত্র
আজন্ম কেঁদে চলেছে
যেন প্রাণহীন বৃক্ষযন্ত্র।