লিখবো বলে...........
ছেড়া ডায়েরী পাতা খুলেছি আপন মনে
চৈত্রের খরাময় শূণ্য বুক থেকে
বিদায়ী বর্ষার জলে জলপরীর বিরহে
হাজারো শব্দমালা গেঁথেছি হৃদয়ে কালিতে
হয়নি বাক্যে বর্ণায়ন ডায়রীরর ছেড়া পাতাতে
ভেসে উঠেছে ফেলে অপার স্মৃতিময় দিনগুলি
চোখের কোণ বেয়ে পড়েছে এক ফোটা মূল্য জল
ভিজেছে ডায়রীর পাতা বৃত্তাকারে
তবুও সৃষ্টি হয়নি একটি কবিতা
একি বেদনার বিশেদাগারে নাকি সুখের কার্পণ্যে
নিত্য নতুনত্ব, শত শত কথামালা
প্রেয়সী, ষোড়শীতে হয়নি পদার্পণ বালিকা
দৃষ্টি মেলে দেখা হাজারো রূপসী
ভাবনার দোলাচলে কতনা রূপ দোলা দিয়েছে
কারো অস্পষ্ট চেহারায় মায়া খুজে পেয়েছি
কারো মাঝে অতর্কিত ভালবাসায় হারিয়ে গিয়েছি
এলোমলে দু'চারখানা ছন্দ ডায়রীর পাতায় এঁটেছি
মনপূর্ত হয়নি বলে ছিড়ে ফেলেছি অজান্তে
আবারো কল্পনার রাজ্য উন্মুক্ত করে ভেবেছি
রাজ্যসমেত রাজকন্যা, ছেড়া বস্ত্রে প্রাকৃতিক সুন্দরী
হতাশায় ডুবে যাওয়া টগবগে যুবকের বেহাল দশা
জীবনের ছন্দে তালহীন স্ব-অবস্থান
খোলা মাঠ, সাজানো ঘাট, নাম না জানা ফুলের বাগিচা
ঘরের কোনে পূর্নিমা রাতের বিহ্বল ছবি
দৃষ্টিসীমায় হাজারো তারা ঝলমলে খেলা
নিজের ভেতরে লুকিয়ে থাকা কষ্টগুলো
সময়ের সান্নিধ্যে পাওয়া বর্নিল সুখগুলো
লিখা তো হয়নি, তবুও ভেবে ভেবে অস্থির হয়েছি
হারিয়ে গিয়েছি অজনা ভুবনে
হঠাৎ চেতনা ফিরে পাই
এক ফোটা বৃষ্টির জলে
কোথা হতে ভেসে এসেছি জানা হয়নি
শুধু চোখের সামনে বাতাসে এলোমলো হয়ে যাওয়া
ছেড়া ডায়রীখানা পড়ে রয়েছে
মুষ্টিবদ্ধ পুরনো কলমটি দু'ঠোটের মধ্যে খুজে পেলাম
আবারো বিভোর হলাম
লিখবো বলে......................