মানব আজ প্রযুক্তির কল্যাণে
হয়ে উঠেছে মহাকালের মহাদানব,
প্রতিনিয়ত রোবটিক জীবনযাত্রায়
দানবীয়তায় অভ্যস্ত হয়ে পড়েছে মানব,
কেউ চোখের সামনে মেনে নিচ্ছে
অকালে ঝরে যাওয়া মানবের জীবন,
কেউ সামান্য স্বার্থের জন্য
রাক্ষসী চোখে কেড়ে নিচ্ছে কারো জীবন,
প্রত্যেক প্রভাতে প্রযুক্তির ছোয়ায়
ভেসে উঠছে প্রাণহানির খবর,
কেউবা প্রত্যক্ষ নয়তো পরোক্ষ স্বাক্ষী
এ চেতনা একটুর জন্যও হয় না নড়বড়,
আগত কাল কিংবা পরবর্তী কোন দিন
হে মানব, তুমি-ই হবে প্রযুক্তির সেই খবর।