আজ আমি আমার কাছে অচেনা
হাজারও মানুষের ভীড়ে খুজে বেড়াই
চেনা একটি মুখ, আমার আপনজন
দৃষ্টি ঝাপসা হয়ে এল, কি করে খুজে পাই।


অরণ্যে হাজার বৃক্ষরাজি মেলে আছে ডানা
একটি তো দেয়না আমায় শীতল ছায়া
বোধশক্তিহীন অগ্রযাত্রা থেমে গেছে,
সঙ্গী, রোদনের ভারে ক্রমশ নুয়ে পড়া কায়া।


চাকচিক্যের ঝলমল রাতে
হাজার রসনার কেউই ছিলনা চেনা
যাদের হাতে দিয়েছি যৌবন
কেউ-ই তো ছিল না আমার অচেনা।


ভুল মানুষে, ভুল পথে করেছি সময় পার,
আসলের মাঝে সব-ই নকল ছিল অজানা,
নিজ নীড়ে নি:স্ব পথিকের মতো
আজ আমি আমার কাছে অচেনা।