এখন আর লিখা হয় না
তোমার উদ্দেশ্যে কবিতা
গাওয়া হয় না গান
তুমি যে আমার প্রাণ।
ভুলক্রমে পরিচিতাকে
ডাকিনা তোমার নাম ধরে,
আওলা কেশের ঝাঁঝালো ঝিলিক
খুঁজিনা হেঁটে চলা রমণীর তরে।
একাকী রাতে আনমনে
তোমার স্মৃতিতে হইনা মনভোলা
দুষ্টুমির কথা মনে করে
হেসে হইনা আত্মভোলা।


এখন খুঁজতে হয় না উপলক্ষ
যেথায় তোমার আমার প্রেম ছিল সুক্ষ্ম।