তৃপ্তিহীনতার উপদ্রব করেছে আমায় ভোগবাদী,
সমাজের আনাচে কানাছে করছি চর্চা ভোগের,
যেন মরুপ্রান্তরে জলের সন্ধানী নিয়তির বিজ্ঞানী,
যত্রতত্র মরিচিকা আবিষ্কারে লজ্জাহীন খ্যাতি।


আঁখি, নিশানা ভ্রষ্ট হয়েও উজ্জলতার চরম শিখরে,
প্রাপ্তি খাতা ভরপুর, অনাহারের উজ্জ্বীবিত জ্বলনে,
চারিদিকে বিরহবিলাস ভালবাসাহীন নয়নপ্রান্তরে
এ সূর্য্য যেন আলোকময় স্ব-পাপের অসহ্য তাপে।


প্রকৃতির অধরা পাপের মহিমায় মহিমান্বিত আমি,
পেয়েছি নেশার ঘোরে সম্রাজ্য সমেত অপরূপা রানী,
চাঁদের আলোয় দৃষ্টিকটু তবুও চেতনা জাগেনি,
ম্লানহীন তৃপ্ততা, সর্বদেয় উপাধি, নষ্টালয়ের অধিপতি।


দোষারোপের ঘৃণিত খেলায় পরাজিত সৈনিকাবরণ,
বন্য সংস্কৃতির পদচারণামুখর সামাজিকতায় হয়েছে প্রাপ্ত,
সাদাকালো শ্রীতে নিকৃষ্ট ব্যক্তিত্বের উৎকৃষ্ট রাজত্বাধীন সমাজ,
করেছে আমায় চরম হিংস্র, রক্তপিপাসু মাংসাসী মানব প্রাণ।