মানবসমুদ্রে পাপিষ্টের জোয়ারে
হয়েছে মানবতাহানির প্লাবন,
ভেসে গেছে বিবেক-বিচার-বিশ্লেষণ,
জেগেছে অনাচারির আদিম চর।


নিষিদ্ধ অভিলাষে উৎসুক জনহায়েনা,
শ্রেষ্ট জীবের জীবত্ব নেই অবশিষ্ট,
বাঁধনের হাল ছিড়ে হয়েছে বেসামাল,
চারিদিকে মমতাময়ী নর্তকীর নগ্ন বহর।


শতাব্দীর পরিক্রমায় আধুনিকতায় বেড়াজালে,
বিবেকের নগ্ন বিচরণে ভূষণ হয়েছে অতি অল্প
পুরুষত্ব হিংস্রতায় সীমাবদ্ধ, নারীত্ব প্রদর্শনের প্রহসনে,
যত্রতত্র উন্মুক্ত নেশা-নারী, যেন রাক্ষুসে নগর।


অবিচার, অনাচার পরিণত হয়েছে নিয়মে,
প্রতিটি নর আবিষ্কৃত হয়েছে মিষ্ট শিকারে,
পাপিষ্টের বিরাণভূমিতে পতিত হয়েছে জনপদ,
পাপের জোয়ারে হারিয়ে গেছে মানব শিকড়।