চাঁদের সাথে আমার নিবিড় সম্পর্ক
দূরত্ব আজন্ম সাদা-কালোর দু'প্রান্তে,
হাতছানিতে আশ্বস্ততা পলকের মৃদু বাতাসে
বিরহের ডাক মুহুর্তেই ঝড়ো হাওয়ার বহরে,
নির্জনে হয় অভিলাষ আবছা অন্ধকারে
স্বাক্ষীবিহীন নিশিযাপন ছন্দময় অচেনা সুরে,
আলিঙ্গনে ব্যবধান নির্ণয়হীন অনূভুতির এককে
স্মৃতির পর স্মৃতি জমা থাকে এ হৃদয়ের গহীনে,
মিলনে অস্থির কম্পন বয়ে চলে দেহরঙ্গে
বিবাদে অবিচল অভিমান চলে বোবা ঢঙে,
ও চাঁদ
এ অনূভূতি অনুভবে থেকো জীবনের প্রতিটি রাত।