এ সমাজ বাতিকগ্রস্থ অন্ধ রূপে প্রতিবন্ধীর সারিতে হারিয়ে গেছে,
চক্ষুলজ্জা শীতল জলের তাপে, অবলোকনের পাপে তলিয়ে গেছে।


বৃদ্ধা সেজেছে নববধূর কল্পিত, মার্জিত নয়নাভিরাম রূপের তরে,
ষৌড়শী ক্ষুধার্ত বাঘিনীর রূপে রাঙিত হয়েছে স্বল্পবাসিনীর চরে।


সপ্তাদশীর ছন্নছাড়া উড়ন্ত বাহুতলে হাজার অবুঝের নির্বাক বাস,
অষ্টাদশীর শালীনতায় লেগেছে অশালীন মাতাল ঝড়ো বাতাস।


কুড়িতে ফিরেছে বাড়ি, অসহায়, নির্যাতিতার চরম রূপে,
সহসা বাহ্বা কুড়িয়েছে সমাজের অন্তিম ব্যধিগ্রস্থ অভিশাপে।


সামাজিকতার নামে অপচিত্রের চলচিত্র চলছে স্বগর্বে,
প্রতিযোগিতার মোড়কে নিত্যধ্যানে মুকুটের অশ্লিল আভিভার্বে।


পথহারা, দিশাহীন তরুণ-তরুণীর অধ:পতনে সমাজ নিরব,
ব্যক্তিহিসেবে পরক্ষণেই নিজ বংশধরের প্রদীপশিখায় সরব।