নিবিড় পর্যবেক্ষণে নিহিত আঁখিদ্বয় জ্বলন্ত
পার্থিব সুখ মোহনার কাঙালি স্রোতধারায়,
বিবেকের এপার-ওপার কম্পমান লালসার
অন্তিম চেষ্টারত মাঝির মুষ্টিবদ্ধ বৈঠায়।


কেটে গেছে কালনাশিনী রাত্রি আঁধার
আমাতে নিহিত লোভী মনের কামনায়,
ঝরে পড়েছে নিরীহ প্রাণের আকুল আকুতি
অগ্রাহ্য হয়েছে সমাদৃত পাপের বোঝায়।


শুষে নেয়া বিষকণাগুলির স্রোতধারা অঝরে
বইছে দেহের দৃশ্যত-অদৃশ্যত কোনায় কোনায়,
ওপারের বৈরী হাওয়া অগ্নিময় তাপের জোয়ারে
এ দেহে করছে মেহন, ভুলের শ্যামরঙ মায়ায়।


মায়ার নিবিড় আচ্ছাদনে আবৃত শেষকাল
বিচ্ছেদের স্বাদ পেতে উন্মুখ অস্থির কামনায়,
শক্তি-সামর্থ্য শূণ্য দেহ ক্রমশ অসাড়
জাগতির সুখের তৃপ্তিময় মাতায় ছায়ায়।