দ্বিমাত্রিক স্বত্তার বাস যেখানে,
কাঁদে মন সেখানে নিরলে,
হাসে দেহ সহসা ঝলমলে,
মঞ্চায়ন হয় অতি সংগোপনে।


ঘরের ঝঞ্জাট বাধা পড়ে প্রাচিলে,
বাইরের ঝট খুলে মুক্ত গগনে,
দু'য়ের অন্তরায় একি দেহে,
সংকোচিত রক্ত মাংসের নিকুত মিশ্রণে।


বাহ্যিক আবরণ যেন মরিচিকা,
ভিতরে যন্ত্রণার গভীরা ফোয়ারা,
সুখী-দুঃখী পরোক্ষ-প্রত্যেক্ষ,
বয়ে চলে সদা আপন মনে।


এক দেহে দু'টি হৃৎপিন্ড ডানে-বামে
দ্বিমাত্রিক সরল ধারা বহমান এ জীবনে।