যেদিন তুমি আমার দিকে তাকাতে না,
তোমার পিছু পিছু এথায়-সেথায় ঘুরতাম,
সেদিনও তোমায় আমি প্রচন্ড ভালবাসতাম।


যেদিন তুমি একটুখানি বাঁকাচোখে তাকালে,
পরক্ষণেই সৌন্যর্য্যের অহমিকায় মুখ ফিরিয়ে নিলে,
সেদিনও তোমায় আমি প্রচন্ড ভালবাসতাম।


যখন থেকে পূর্ণ নয়নে আমার দিকে তাকালে,
বান্ধবির কাছে নিজের মান বাড়ালে,
সেদিনও তোমায় আমি প্রচন্ড ভালবাসতাম।


যখন আড্ডার ফাঁকে বন্ধুদের নিয়ে তামাশা করতে,
আমার হাসির উপলক্ষ করে বাঁধভাঙা হাসিতে মেতে উঠতে,
সেদিনও তোমায় আমি প্রচন্ড ভালবাসতাম।


যেদিন তুমি আমার দেয়া ফুলের সুভাসে মন মাতালে,
হাত বাড়িয়ে ভালবাসা প্রসারিত করে দিলে,
সেদিনও তোমায় আমি প্রচন্ড ভালবাসতাম।


যে দিনগুলো তুমি-আমি নিরবে-নির্জনে
নীড়হারা পাখির দুটি ডানায় দু'জন ভেসেছিলাম
সেদিনও তোমায় আমি প্রচন্ড ভালবাসতাম।


অবশেষে.......
যখন অভিনয়ের পাঠ চুকিয়ে, সময় ক্ষেপন শেষ করে,
অব্যবহারযোগ্য করে আমায় অন্ধকার পাপিষ্ট গলিতে ফেলে চলে গেলে,
সেদিনও তোমায় আমি প্রচন্ড ভালবাসতাম অন্ধ চোখে,
আজও ভালবাসি তবে তোমাকে নয় নিজেকে,
ভুলের দায় সংশোধন করছি নিরবে-নির্জনে ধুঁকে ধুঁকে।