তোমরা দেখেছ ভাঙন
অবহেলিত জনপদে নদীর উত্তাল ঢেউয়ে,
না খেয়ে আধ-মরা মানবের ক্ষত-বিক্ষত বুকে,
বস্ত্রহীন কিশোর-কিশোরীর উন্মাদনার মাঠে।


তোমরা দেখেছ ভাঙন
বিত্তবানের সাজানো বহুতল ভবনের জোয়ারে,
পরগাছার মতো বেঁচে থাকা আশ্রয়হীন মানবে,
অনাথ, অসহায়ের স্বতস্ফুর্ত মিছিলে কম্পিত তটে।


তোমরা দেখেছ ভাঙন
উঁচুতলার আকাশছোয়া রাজনীতির অশুভ ছায়ায়,
কথা দিয়ে না ফেরা পথিকের দগ্ধ দেহে,
বেওয়ারিশ লাশের উন্মুক্ত যাত্রা ঘাটে।


তোমরা দেখেছ ভাঙন
অসহান মানবীর অন্ধকার ছায়াপথে,
ছড়িয়ে দেয়া মহামারির দূর্বার গতির মায়াতলে,
কুঠিরের পর কুঠির রূপান্তরিত হওয়া দেহপ্রসরার হাটে।


তোমরা দেখিনি সে ভাঙন
চলছে যা সমাজের ভিতরে চোরাবালি হয়ে,
হচেছ বিলীন মানবতা, নৈতিকতা
হারিয়ে যাচ্ছে জনপদ গহীন অরণ্যে হিংস্র জন্তুর আঁখিপটে।