মুসলিম সাহিত্য সংসদ নির্বাচনে হামলার প্রতিবাদে-


খেটে খাওয়া চাষা কন্যার বস্ত্রে রঙিন ঘুড়ি
তেপান্তরের রঙ্গমাঠে নীল গগনে উড়িয়ে,
অকাল বৈধব্যের অভিশাপে অভিশপ্ত ষোড়ষীকে
দেহতত্ত্ব উদঘাটনের নামে চেটেপুটে খেয়ে,
সদ্য ভুমিষ্ট শিশুর নাড়ি কাটার নামে
শিকড়শুদ্ধ উপড়ে ফেলে দিয়ে,
পঞ্চায়েতের ঘৃণ্য নীতির নোংরা চাষ করে
ভোরের আলোয় দম্ভ করছ মহাশয়ে।


হাটে-ঘাটে-মাঠে করেছ বিচরণ
দম্ভভর চুষে অসহায়ের ব্যগ্র-ভক্তি,
ছাড়হীন শোষণ থেকে বাদ পড়েনি আজ
সাহিত্যে নিহিত বোবার বর্ণশক্তি,
হয়েছ জাগতিক মহামারির মহারাজ
রাজত্বের চারিদিকে সঞ্চার করে ভীতি,
কেটে গেলে ভীতি পালাতে হবে চুপি চুপি
সম্বল যে, অপশক্তিতে পূর্ণ নগ্ন রাজনীতি।