নগরীর এই অজস্র ভিড়ে
স্বপ্ন দেখা চোখ ক্রমশ স্বপ্ন হারায়
শুকনো পাতা উড়ে যায় দূরে
স্বপ্ন মুছে যায় যেন অন্ধকার গভীরে ।


ঘুমহারা জানালার পাশে বসে থাকা
ব্যস্ত শহর যেন ঘুমিয়ে পড়ে
নিঃসঙ্গ এই চেনা নিষ্ঠুর শহরে
ঘুমহীন আমি জেগে থাকি শেষ প্রহরে।