কালবৈশাখী
মোঃ ফজলুল কবির পাভেল


কালবৈশাখী তুমি ভেঙে ফেলো হিংসার বিষ বাষ্প,
বজ্র মেঘ ডেকে বিভেদের কালিমা সব করো পুষ্প।
উচ্ছল ঝড়ে উড়ুক , দূর হয়ে যাক সব অমানিশা,
তারপর আসবে নিশ্চয় উজ্জ্বল এক আলোর দিশা।
সুন্দর একটা পৃথিবী হবে , থাকবে শুধুই ভালবাসা ,
সবাই সুখ শান্তিতে থাকবে, করবে সুন্দরের প্রত্যাশা।
নতুন নতুন  সব সম্ভাবনা নিয়ে আসবে কালবৈশাখী,
আমি নতুন সম্ভাবনার সেই ঝড়ের অপেক্ষায় থাকি।