সকল রুদ্ধ দরজা খুলে যাক
আসুক একটু স্নিগ্ধ ভোর ,
বাড়তে থাকুক একটু করে আলো
কেটে যাক সব ভয়, অন্ধকার।


মৌমাছিরা সব উড়ে যাক
চলে যাক দূরে কোথাও , বহুদূরে,
ভেসে আসুক সুললিত সুর
ভেসে আসুক আমাদের অন্তরে।


ফুটে উঠুক রক্ত গোলাপ
ছড়িয়ে পড়ুক তার সুবাস,
ভেসে আসুক অনেক দূর থেকে
সুন্দর সেই স্নিগ্ধ বাতাস।