ঐ দূর সমুদ্র থেকে নোনা হাওয়া আসে
বলে যায় কত মানুষের কথা,
চুপচাপ আর ফিসফিস করে বলে যায়
কত আনন্দ আর কত বেদনার কথা।


না ডাকলে ও সে হাওয়া  আসে কাছে
শীত বসন্তের কথা বলে যায় ,
আবার হাতছানি দিয়ে ডাকে আমাকে
নীল সমুদ্রের মাঝে আমাকে নিতে চায়।


সে হাওয়া আসে আবার অন্তরালে যায়
আমিও প্রতীক্ষায় থাকি ,থাকি অপেক্ষায়
ঢেউয়ের মতো আসে আমার কাছে
আমাকে ভাসিয়ে নিয়ে যেতে চায়।